বিনোদন ডেস্ক: প্রকাশিত হতে যাচ্ছে এ প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী রিজভী রাজের গাওয়া ”তুই শুধু আমারি” গানের মিউজিক ভিডিও।
সাজিদ সরকারের কথায়, ইকরাম হোসেনের সুর ও সঙ্গীতায়োজনে গানের মিউজিক ভিডিওটি প্রকাশ করতে যাচ্ছে জনপ্রিয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান কলেরগান মাল্টিমিডিয়া।
এ প্রসঙ্গে গানটির গীতিকার সাজিদ সরকার বলেন “রিজভী রাজ এ প্রজন্মের একজন প্রতিভাবান কন্ঠশিল্পী। তার কন্ঠে গানটি প্রাণ পেয়েছে। গানটিতে চমৎকার সুরারোপ করেছেন ইকরাম হোসেন। আশা করি মিউজিক ভিডিওটি সবার ভাল লাগবে।”
এ প্রসঙ্গে গানটির সুরকার ও সঙ্গীত পরিচালক ইকরাম হোসেন বলেন “সাজিদ সরকারের মত প্রতিভাবান গীতিকবির গানটিতে সুরারোপ ও সঙ্গীতায়োজন করতে পেরে খুব ভাল লাগছে আর রিজভী রাজ খুব যত্ন করে গানটি গেয়েছেন। মিউজিক ভিডিওটি সবাই উপভোগ করবেন।”
শিঘ্রই মিউজিক ভিডিওটি প্রকাশিত হচ্ছে কলেরগান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে। মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন ইশরাত জাহান, অঞ্জন শর্মা, সোহাগ চৌধুরী, জাহিদ প্রমূখ। মিউজিক ভিডিওটি পরিচালনায় ছিলেন অর্ণব আহমেদ।