ব্রেকিং নিউজ
Home | বিনোদন | কলেরগান থেকে আসছে রিজভী রাজের ”তুই শুধু আমারি” মিউজিক ভিডিও

কলেরগান থেকে আসছে রিজভী রাজের ”তুই শুধু আমারি” মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক: প্রকাশিত হতে যাচ্ছে প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী রিজভী রাজের গাওয়া ”তুই শুধু আমারি” গানের মিউজিক ভিডিও

সাজিদ সরকারের কথায়, ইকরাম হোসেনের সুর ও সঙ্গীতায়োজনে গানের মিউজিক ভিডিওটি প্রকাশ করতে যাচ্ছে জনপ্রিয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান কলেরগান মাল্টিমিডিয়া।

প্রসঙ্গে গানটির গীতিকার সাজিদ সরকার বলেনরিজভী রাজ এ প্রজন্মের একজন প্রতিভাবান কন্ঠশিল্পী। তার কন্ঠে গানটি প্রাণ পেয়েছে। গানটিতে চমৎকার সুরারোপ করেছেন ইকরাম হোসেন। আশা করি মিউজিক ভিডিওটি সবার ভাল লাগবে।

প্রসঙ্গে গানটির সুরকার ও সঙ্গীত পরিচালক ইকরাম হোসেন বলেনসাজিদ সরকারের মত প্রতিভাবান গীতিকবির গানটিতে সুরারোপ ও সঙ্গীতায়োজন করতে পেরে খুব ভাল লাগছে আর রিজভী রাজ খুব যত্ন করে গানটি গেয়েছেন। মিউজিক ভিডিওটি সবাই উপভোগ করবেন।

শিঘ্রই মিউজিক ভিডিওটি প্রকাশিত হচ্ছে কলেরগান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে। মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন ইশরাত জাহান, অঞ্জন শর্মা, সোহাগ চৌধুরী, জাহিদ প্রমূখ। মিউজিক ভিডিওটি পরিচালনায় ছিলেন অর্ণব আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ইউটিউব সিলভার বাটন পেলেন জনপ্রিয় সংগীত পরিচালক রাজন সাহা

বিনোদন ডেস্কঃ নিজের প্রযোজনা প্রতিষ্ঠান স্টুডিও জয়া’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ১ লক্ষ ...

“যদি রাত পোহালে শোনা যেত” এবার নতুন আবহে

“যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই” গীতিকবি হাসান মতিউর রহমানের ...