নুরুল ইসলাম শেফুল,মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দ¦ারিকা পাল মহিলা কলেজের নৈশপ্রহরী কনক লাল দাসকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত কনক লাল দাস শ্রীমঙ্গল সদর উপজেলার দণি উওরসুর গ্রামের বানী লাল দাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে কলেজে দায়িত্বরত অবস্থায় কনক লালকে দুর্বৃত্তরা কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লা ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জের ধরে কেউ তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।