জুলফিকার আলী, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে এলাকাবাসী জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছে। ঘটনার বিববণে জানা গেছে, কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের মানিকনগর গ্রামের ফেরদৌসী খাতুন দীর্ঘ দিন ধরে এলাকায় অসামাজিক কর্যকলাপ করে আসছে। তার স্বামী বিদেশ থাকায় সে এ কাজ বিনা বাধায় করে যাচ্ছে। এলাকার পরিবেশ নষ্ট হওয়ায় প্রতিবাদ করাতে সে ক্ষিপ্ত হয়ে ওই এলাকার ইউপি সদস্য আমিরুল ইসলাম, এমাদুল ইসলাম, সমাজসেবক শিমুল শেখ, সাহাজুদ্দীন শেখ ও আছিয়া খাতুনের নামে কলারোয়া থানায় একটি মিথ্যা বানোয়ার্ট অভিযোগ দিয়েছে। এ বিষয়ে ওই ফেরদৌসী খাতুনের শশুর জাহান আলী গাজী বলেন,তার বেটার বোউ ভাল না। এলাকার প্রতিটি মানুষের সাথে তার বিরোধ চলছে। ইউপি সদস্য আমিরুল ইসলাম বলেন, এলাকায় কোন কারন ছাড়াই সে নিজিকে বড় কিছু মনে করে প্রতিটি কাজে বাধা প্রদান করে। এছাড়া প্রায় সময় তার বাড়ীতে অচেনা লোকজন যাতায়াত করে থাকে। ইউপি সদস্য এমাদুল ইসলাম বলেন, এই মহিলা এতই খারাব যে তার কথা কেহ বলতে চায় না। এলাকার ছোট ছোট ছেলেদের ডেকে নিয়ে যায় তার বাড়ীতে। কি যে করে ?। ছোট খাটো ঘটনায় কথায় কথায় ডিআইজির ভয় দেখায়। মাঝে মধ্যে থানা থেকে পুলিশ নিয়ে আসে। মানিকনগরের ৫নং ওয়ার্ডের একটি মানুষও তার পক্ষে কথা বলার নেই। ফাকা বাড়ীতে একটি শিশু ছেলে নিয়ে থাকে ওই মহিলা। রাতে কি যে করে তা মুখে বলার নেই। এলাকায় প্রতিবাদ করাতে কয়েকজনের বিরুদ্ধে মানহানিকর মামলা দিয়েছে । বর্তমানের তার অত্যচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী গতকাল মঙ্গলবার দুপুরে বিক্ষোভ সমাবেশ করেছে ওই গ্রামে। এসকল ঘটনার প্রতিকার চেয়ে এলাকাবাসী জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
