ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | করোনা সংক্রমণের হার ২০ শতাংশ ছাড়িয়েছে-স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

করোনা সংক্রমণের হার ২০ শতাংশ ছাড়িয়েছে-স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

স্টাফ রিপোর্টার: বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের হার ২০ শতাংশ ছাড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভিডিও কনফারেন্সে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, দেশে করোনা সংক্রমণের হার প্রতিদিনই বাড়ছে। সোমবার (১৭ জানুয়ারি) করোনা শনাক্তের হার ২০ দশমিক ৮৮ শতাংশে এসে ঠেকেছে।

তিনি বলেন, ‘অনেকেই মনে করছেন, ওমিক্রনের কারণে দেশে সংক্রমণ বাড়ছে। কিন্তু দেখা যাচ্ছে, দেশে ওমিক্রনের পাশাপাশি ডেল্টার সংক্রমণও হচ্ছে। ওমিক্রনও সারা দেশে ছড়িয়ে পড়ছে।’

ডেল্টা, ওমিক্রনসহ করোনার বিভিন্ন ভ্যারিয়েন্ট থেকে রক্ষার জন্য সবাইকে আরও বেশি সতর্কভাবে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের আহ্বান জানান তিনি। বিশেষ প্রয়োজন না হলে ভিড় এড়িয়ে চলা, নিয়মিত মাস্ক পরার প্রতিও জোর দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মগড়া নদীর ভাঙ্গনে বিলীনের পথে বেশ কয়েকটি পরিবারের বসত ভিটে ও ঘরবাড়ি

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন পৌর সদরের ১,২,৩,৮ ও ৯নং ...

মদনে দাতা সদস্যের স্বাক্ষর জালিয়াতি করে কমিটি গঠনের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন উপজেলার বালালী বাঘমারা খন্দকার আব্দুর ...