স্টাফ রিপোর্টার, ৪ মার্চ ২০১৩, বিডিটুডে ২৪ ডটকম : করাচিতে রোববার এক বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪৫ জন নিহত হয়। আহত হয় আরও দেড় শতাধিক মানুষ।
বিস্ফোরণে ৪০-৫০টি এপার্টমেন্ট এবং ১০টি দোকানও বিধ্বস্ত হয়। বিস্ফোরণের পর করাচির অনেক এলাকায় বিদ্যুৎশূণ্য হয়ে পড়ে।
করাচির বাসিন্দা মরিয়ম বিবি সংবাদ সংস্থা রয়টারকে জানান,‘আমি টিভি দেখার সময় বিস্ফোরণের শব্দ শুনি। তখন আমার ফ্লাটটিও কেপে ওঠে। আমি দেখি পুড়ে যাওয়া মানুষগুলো ব্যথায় কাঁদছে। বাচ্চারা নিজেদের রক্তের স্রোতে সাতার কাটছে আর মায়েরা সাহায্যের জন্য ছুটে বেড়াচ্ছে।’
উদ্ধার অভিযানে বিলম্ব হওয়ায় স্থানীয়দের ফাঁকা গুলি ছুঁড়ে ক্ষোভ প্রকাশ করে বলে জানা যায়।
তবে এটি আত্মঘাতী হামলা কিনা পুলিশ সেটি খতিয়ে দেখছে।