জালাল আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ২২ সেপ্টেম্বর :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের জালালিয়া গ্রামের আব্দুল মালিকের মেয়ে লাকী বেগম (১৬) এর ট্রেনে কাটা লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে সিলেট-আখউড়া রেল সেকশনের গোবিন্দপুর এলাকায় রেললাইনে তার লাশ পাওয়া যায়। তার শরীরের বাম হাত আলাদা অবস্থায় দেখা যায়। এলাকাবাসী জানান, লাকী মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত ছিল। সিলেটগামী কোনো এক ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
এদিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালেঙ্গা গ্রামে গলায় ওড়না পেছিয়ে ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যার করেছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টায় এ ঘটনা ঘটে। তিনি কালেঙ্গা গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী হেপি বেগম (২২)। স্থানীয় ইউপি সদস্য মুজিব মিয়া জানান, হেপির চাচা মোবাইল ফোনে তাকে মৃত্যুর খবর দিলে তিনি থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে এসআই গৌরাঙ্গ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এলাকাবাসী সূত্র ও ইউপি সদস্য আরও জানান, দু’টি ওড়না একসাথে করে গলায় পেছিয়ে ঘরের ফ্যানের সিলিং হুকের সাথে আত্মহত্যা করেন হেপি। তার স্বামী ঘটনার সময় বাইরে ছিল। এ ব্যাপারে এসআই গৌরাঙ্গ জানান, লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত রহস্য জানা যাবে।