জালাল আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ২২ সেপ্টেম্বর :
মৌলভীবাজারের কমলগঞ্জের লাঘাটা নদী থেকে প্রতিদিন অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের বাঁধা অতিক্রম করেও প্রভাবশালীরা হাজার হাজার টাকার বালু উত্তোলন করে বিক্রি করছে। সূত্র জানায়, কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর-আতুরের ঘর সড়কের লাঘাটা নদীর সেতুর নিচ থেকে একটি প্রভাবশালী সিন্ডিকেট বালু উত্তোলন করে রেখেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুর নিচ থেকে প্রভাবশালীরা অবৈধভাবে বালু উত্তোলন করে হাজার হাজার টাকার বালু বিক্রি করছেন। স্থানীয় মুন্সীবাজার তহসিল অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, লাঘাটা নদী থেকে বালু তোলার জন্য কেউ লিজ নেয়নি। অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। শীঘ্রই এ বাপ্যারে অভিযান চালানো হবে।