স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার পর থেকেই তার জন্য কনডেম সেল প্রস্তুত রাখা হয়েছে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে মৃত্যুদণ্ডের রায়ের কপি কারাগারে পৌছামাত্র তাকে কনডেম সেলে পাঠানোর সকল আয়োজনও প্রস্তত। কপি পেলেই তাকে পরানো হবে ফাঁসির আসামিদের জন্য নির্ধারিত পোশাক।
এ ব্যাপারে কাশিমপুর কারাগারের পার্ট-১ এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ ঘোষ বলেন, কাদের মোল্লার ফাঁসির আদেশের কাগজপত্র আমরা এখনো হাতে পাইনি। কাগজ হাতে পেলে কারাবিধি মোতাবেক তার ব্যাপারে পরবর্তী করণীয় নির্ধারন করা হবে।
গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল জামায়াতের এই নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। এই রায়ের প্রতিবাদে ওইদিন দুপুরে শাহবাগ মোড়ে আন্দোলন শুরু করে ব্লগাররা। তাদের আন্দোলনে মূখে সরকার জাতীয় সংসদে আইন সংশোধন করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করে। আপিল বিভাগ গত ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার তার মৃত্যুদণ্ডের আদেশ দেয়।
কিন্তু ফাঁসির আদেশের পর কাদের মোল্লা অনেকটাই চুপচাপ হয়ে গেছেন।