স্টাফ রিপোর্টার : মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি ও ভুয়া জন্মদিন পালনের অভিযোগের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলা দুইটির পরবর্তী শুনানির জন্য ৫ জুলাই দিন ধার্য করেছে আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব ও খুরশীদ আলম পৃথক শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে গত ২৫ এপ্রিল এই দুই মামলায় খালেদা জিয়াকে আদালতে হাজির করে জামিনের আবেদন করলে আদালত ১৭মে শুনানির দিন ধার্য করেন।
মিথ্যা তথ্য দিয়ে ১৫ আগস্ট জন্মদিন পালনের অভিযোগে ২০১৬ সালের ৩০ আগস্ট মামলা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম।
একই বছরের ৩ নভেম্বর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেন জননেত্রী পরিষদ নামের একটি সংগঠনের সভাপতি এ বি সিদ্দিকী।
গত ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।