শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: কড়া নজরদারী ও নিরাপত্তা থাকা স্বত্বেও ককটেল বিষ্ফোরণ, ব্যলট পেপার ও বাক্স ছিনতাই সহ বিভিন্ন অভিযোগের মধ্য দিয়ে শ্রীপুরে ভোট গ্রহণ সম্পন্ন। ৩১ মার্চ সোমবার শ্রীপুর উপজেলা নির্বাচনে পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্রে ব্যলট ও পেপার ছিনতাই এবং ভোট কারচুপির অভিযোগ পাওয়া গেছে। বিনএপি সমর্থিত কাপ-পিরিচ প্রতিকের এজেন্টদের বের করে দিয়ে আ’লীগ সমর্থিত আনারস প্রতিকে তাদের সর্মথকদের সীল দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বরমী ইউনিয়নের গাড়ারণ মাদ্রাসা কেন্দ্রে শেষ মূহুর্তে পুলিশের উপস্থিতিতে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে কেন্দ্র দখল করে জাল ভোট দেয় আওয়ামী পন্থীরা বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। সংবাদ পেয়ে সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে,এ ঘটনায় কাওকে আটক করা হয়নি। অন্যদিকে পৌর এলাকার বৈরগীরচালাতে নাশকতায় ভোট গ্রহণ স্থগিত করা হয় এ ঘটনায় সাবেক ছাত্র নেতা জামাল ও শ্রমিক নেতা মসলা মজিবরকে আটক করা হয়। অপরদিকে মাওনা ইউনিয়নের আক্তাপাড়ায় সীল মারার অভিযোগে আনারশ প্রতিকের এজেন্ট রমজান আটক করা হয়। তেলিহাটি ইউনিয়নের আনছার টেপিরবাড়ী এলাকাসহ বেশ কয়েকটি কেন্দ্রে ও গাজীপুর ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে সীল মামার অভিযোগ পাওয়া গেছে। তবে শান্তিপূর্ণ অবস্থাছিল, রাজাবাড়ী, গোসিঙ্গা ও প্রহলাদপুর ইউনিয়ন। বিএনপি মনোনীত প্রার্থী আঃ মোতালেব বিভিন্ন কেন্দ্র ঘুরে এসে জানান, বিভিন্ন স্থানে অপ্রিতিকর ঘটনার পরও জনগণ তাকে স্বতস্ফুর্ত ভাবে ভোট দিয়েছে। তবে তিনি আশঙ্কা করছেন ভোট গণনা শেষে কেন্দ্র ভিত্তিক বিজয়ী ঘোষনা না করলে নির্বাচনী ফলাফল পরিবর্তন হতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছে।