স্টাফ রিপোর্টার : ওর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জেদ্দাভিত্তিক স্বাধীন স্থায়ী মানবাধিকার কমিশনের (আইপিএইচআরসি) নতুন সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রার্থী সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৮ সদস্যের এশীয় রাষ্ট্রের মধ্যে পাঁচটি দেশ বাংলাদেশ, ইন্দোনেশিয়া, তুরস্ক, উজবেকিস্তান ও পাকিস্তান আগেই তাদের প্রার্থীকে মনোনীত করেছিল। মঙ্গলবার গোপন ব্যালটে হওয়া নির্বাচনে এই গ্রুপের ১৭টি দেশ ভোট দিয়েছে। ভোটে বাংলাদেশ, তুরস্ক এবং উজবেকিস্তান নির্বাচিত হয়। আরব ও আফ্রিকান গ্রুপ থেকেও তিনজন করে সদস্য নির্বাচিত হয়েছেন।
সাবেক রাষ্ট্রদূত জমির এর আগে প্রধান তথ্য কমিশনার ছিলেন। এছাড়া বর্তমানে তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। কূটনীতিক হিসেবে তিনি জেদ্দায় ওআইসির সদরদফতরেও দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইভরি কোস্টের আবিদজানে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৪তম বৈঠকের সমাপনী দিনে তাকে নির্বাচিত করা হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে তার তিন বছরের মেয়াদকাল শুরু হবে।
আইপিএইচআরসির মোট ১৮ জন সদস্য ও ৯ জন পর্যায়ক্রমিক সদস্য রয়েছে যারা তিনটি ভৌগলিক গ্রুপ আরব, এশিয়া ও আফ্রিকা থেকে নির্বাচিত হন। প্রতি গ্রুপ থেকে তিনজন সদস্য নির্বাচিত হয়ে থাকেন।
এদিকে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ২০১৮ সালের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে। আবিদজানে ৪৪তম ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে একদিন আগেই এই সিদ্ধান্ত হয়।