ব্রেকিং নিউজ
Home | বিনোদন | ঢালিউড | এহতেশাম কাজী শারমিন নাহিদ নুপুরকে বানিয়ে দেন শাবনূর

এহতেশাম কাজী শারমিন নাহিদ নুপুরকে বানিয়ে দেন শাবনূর

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র জগতের অনেক তারকাই আসল নামের পরিবর্তে ভিন্ন নামে বিনোদন জগতে পরিচিত হন। চিত্রনায়িকা শাবনূর সে দলেরই একজন। আসল নাম শুনলে বেশিরভাগ মানুষই তাকে চিনবেন না। অথচ শাবনূর নামে তিনি সারা দেশব্যাপী সুপরিচিত।

পারিবারিক ভাবে শাবনূরের নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নুপুর। পরে স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক এবং তার মেনটর এহতেশাম কাজী শারমিন নাহিদ নুপুরকে বানিয়ে দেন শাবনূর। শাবনূর শব্দের অর্থ হচ্ছে রাতের আলো।

১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোরের শার্শায় জন্ম নেয়া শাবনূরের পিতার নাম শাহজাহান চৌধুরী। তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় তিনি। বোন ঝুমুর এবং ভাই তমাল দুজনেই নিজ নিজ পরিবারসহ অস্ট্রেলিয়ায় বসবাস করেন। শাবনূর নিজেও অস্ট্রেলিয়া প্রবাসী। স্বামী অনিক এবং একমাত্র ছেলেকে নিয়ে সেখানেই ছিলেন দীর্ঘদিন। আপাতত বিভিন্ন কাজে বাংলাদেশে রয়েছেন।

১৯৯৩ সালে ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে পরিচালক এহতেশামের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন শাবনূর। প্রথম ছবি ব্যর্থ হলেও প্রয়াত সুপারস্টার নায়ক সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে উপহার দেন বেশ কয়েকটি সুপারহিট ও ব্যবসাসফল ছবি। সালমান-শাবনূর জুটিকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা জুটি হিসেবে এখনও বিবেচনা করা হয়।

সালমান শাহের মৃত্যুর পর নায়ক, রিয়াজ, শাকিল খান, ফেরদৌস ও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বহু ছবিতে। সেখানেও পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ একবার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ এবং রেকর্ড পরিমান দশবার ‘মেরিল প্রথম আলো পুরস্কার’সহ অনেক পুরস্কার রয়েছে অভিনেত্রীর ঝুলিতে। নব্বইয়ের দশক থেকে এ পর্যন্ত আসা নায়িকাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় তারকা হিসেবে এখনও তাকেই বিবেচনা করা হয়।

গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে আশুলিয়ায় বাবার বাগানবাড়িতে অবস্থান করছেন শাবনূর। জ্বর কিছুটা কমলেও গায়ে এখনও অনেক ব্যথা রয়েছে বলে জানান শাবনূরের বাবা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপাতত সেখানে বিশ্রামে রয়েছেন নায়িকা। আরও কিছুদিন সেখানেই থাকবেন বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মন্ত্রিসভায় বৈষম্যবিরোধী আইনের খসড়ার অনুমোদন

স্টাফ রিপোর্টার: মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে বৈষম্যবিরোধী আইন, ২০২২-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত ...

পার্বত্য অঞ্চল হবে সম্পদ শান্তিতে সমৃদ্ধ: পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়টি বেশ জটিল, তবে ...