স্টাফ রিপোর্টার : মোবাইল এসএমএসের মাধ্যমে পুলিশকে হুমকি দিলো ছাত্রশিবির। জনতার কাতারে এসে, জনতার পাশে থেকে দায়িত্ব পালন করতে ঢাকা মেট্রোপলিটনের উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে এ হুমকি দিয়েছে শিবির। শুক্রবার ভোরে পুলিশকে এ হুমকি দেয় শিবির।
সূত্র জানায়, শুক্রবার ভোর ৫টা ২০ মিনিটে ‘জাগো জনতা’ নামে একটি নম্বর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি, এসি এবং বিভিন্ন থানার ওসিদের সরকারি নম্বরে ‘বাল্ক’ পদ্ধতিতে একযোগে হুমকিমূলক এ এসএমএস দেয়া হয়।
টেক্সট মেসেজে লেখা ছিলো, পুলিশ ভাইয়েরা, জনতার কাতারে থাকুন। আপনাদের গতিবিধি লক্ষ্য রাখা হচ্ছে। আওয়ামী লীগের সময় শেষ।
মিরপুর জোনের ডিসি ইমতিয়াজ আহমেদ তার মোবাইলে টেক্সট মেসেজটি পাওয়ার কথা স্বীকার করেন।
এছাড়াও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, কাফরুল থানার ওসি কাজী ওয়াজেদ আলী, মিরপুর জোনের সহকারী কমিশনার সাখাওয়াত হেসেনসহ ডিএমপির অনেক কর্মকর্তা তাদের মোবাইলে এ ধরণের মেসেজ পাওয়ার কথা নিশ্চিত করেন।
এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে মেসেজটির ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
অবৈধ ভিওআইপি ব্যবহার করে এসএমএস পাঠানো হয়েছে। এ কারণে কলার আ্ডি শনাক্ত করা যায়নি বলে সূত্র জানায়।