মো: বুরহান উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টি সভাপতি, সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ বলেছেন, দেশের মানুষ আর দুইনেত্রীকে ক্ষমতায় দেখতে চায় না। এদেশের মানুষ এখন দুই দলের বিকল্প দেখতে চায়। একটি স্বনির্ভর বাংলাদেশে গড়তে পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বের কোন বিকল্প নাই। এরশাদের জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হলে জাতীয় ছাত্রসমাজকে অগ্রণী ভ’মিকা পালন করতে হবে।
শনিবার সকালে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় ছাত্রসমাজ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যেগে আযোজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক শফিকুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিরু, জিছান উদ্দিন প্রধান, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি এডঃ আসাদ উল্লাহ সরকার, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সমছু, সাংগঠনিক সম্পাদক পৌর প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, প্রচার সম্পাদক গোলাম হোসেন অভি, সমাজ কল্যান সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডাঃ চাঁন মিয়া, এইচ এম ফারুক আহমদ, জাতীয় স্বেচ্ছা সেবক পার্টির সভাপতি আব্দুল কাদির, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব সোনাহর আলী সোনা মিয়া, ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এডঃ নাজমুল হুদা হিমেল, তাহিরপুর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সামছুল হুদা প্রমুখ।
প্রতিনিধি সম্মেলনে সজীব আহমদকে সভাপতি ও হুমায়ূন রশিদকে সাধারন সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট জাতীয় ছাত্রসমাজ সুনামগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষান করা হয়।
Home | ব্রেকিং নিউজ | এরশাদের জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হলে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে——— এডঃ আব্দুল মজিদ