ডেস্ক রিপোর্ট : অস্ত্র ও মাদক আইনের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে পাঁচ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলামের আদালতে অস্ত্র মামলার শুনানি শেষে তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে মাদক মামলার শুনানি শেষে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।