স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের ফরম্যাট দিনকে দিন কেবল ছোটই হচ্ছে। এবার চালু হচ্ছে টি-টেন ক্রিকেট লিগ। মানে ১০ ওভারের ম্যাচ। ১১ জন নয়, দলে খেলোয়াড়ও থাকবেন দশ জন। আসছে ডিসেম্বরের শারজাতে বসছে প্রথমবারের মতো টি-টেন ক্রিকেট লিগ। সেই লিগে খেলবেন বাংলাদেশের সাকিব আল হাসান।
আয়োজকরা সংবাদ সম্মেলন করে এ টুর্নামেন্টের বিস্তারিতও জানিয়েছে।১০ ওভারের ম্যাচ। প্রতিটা ইনিংসের ব্যাপ্তি হবে ৪৫ মিনিট। মোট চারটি দল অংশ নিবে এ লিগে। ২১ থেকে ২৪ ডিসেম্বর শারজাতে হবে এ লিগ। চলতি মাসের ২০ তারিখ ১২০ ক্রিকেটার নিয়ে হবে নিলাম।
টুর্নামেন্টের শুভেচ্ছা দূত কুমার সাঙ্গাকারা, বিরেন্দর শেবাগ ও শহিদ আফ্রিদি। পাশাপাশি খেলোয়াড় হিসেবেও অংশ নিবেন তারা। চার দলের আইকন খেলোয়াড় হতে পারেন বাংলাদেশের সাকিব আল হাসান, পাকিস্তানের মিসবাহ উল হক, ইংল্যান্ডের ইয়ন মর্গান ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।
টি-টোয়েন্টির পর টি-টেন। নতুন এ ফরম্যাট নিয়ে দারুণ উচ্ছ্বসিত ক্রিকেটাররা। ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গান বলেন,‘এমন ধারণায় রোমাঞ্চিত আমি। টি-টোয়েন্টি চালু হবার পর আমরা দেখেছি অন্য ফরম্যাটে এর প্রভাব কতটা। নতুন এ ফরম্যাটও আমি মনে করি দারুণ জমবে।’
রোমাঞ্চিত পাকিস্তানি তারকা শহিদ আফ্রিদিও,‘ আমি শোনার পরই আমি রোমাঞ্চিত। এটা দারুণ পরিকল্পনা। জানিয়ে দিয়েছে, আমি খেলছি।’