বিনোদন ডেস্ক : বর্তমানে বাংলাদেশের ছবি মানেই শাকিব খান। তেমনি গত বছর খানেকেরও বেশি সময় ধরে শাকিব খান মানেই যেন নায়িকা বুবলী। খুব অল্প সময়ের মধ্যে বেশ কটি ছবি করে ফেলেছেন এ জুটি। এবারের কোরবানীর ঈদেও ছিল শাকিব-বুবলী জুটির দুটি ছবি। কিন্তু এক জুটিকে কতবার বা কতদিন ভালো লাগে দর্শকদের? সেই কথা মাথায় রেখেই বোধহয় এবার শাকিবের নতুন ছবি ‘কেউ কথা রাখেনি’-তে নতুন নায়িকা রেখেছেন পরিচালক।
‘কেউ কথা রাখেনি’ ছবিতে শাকিব খানের নতুন নায়িকা ‘আলোচিত’ রাহা তানহা। কেন তিনি আলোচিত সেকথা শেষ দিকে বলবো। আপাতত খবর হচ্ছে, এ ছবির মাধ্যমেই রূপালী পর্দায় অভিষেক হচ্ছে উঠতি এ নায়িকার। নতুন এ ছবিটি পরিচালনা করছেন খ্যাতনামা পরিচালক উত্তম আকাশ। দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি।
গতকাল রবিবার ছবির নায়িকা হিসাবে শাপলা মিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হন রাহা তানহা। চুক্তিবদ্ধ হয়েই অভিষেকে শাকিব খানের মত একজন সুপারস্টারের সঙ্গে অভিনয় প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘জীবনের প্রথম সিনেমায় শাকিব খানের সাথে সিনেমায় চুক্তি করেছি। এটা শুধু আমি কেন, যেকোনো নায়িকার জন্যই অনেক বড় প্রাপ্তি। এতো বড় সুযোগ পাওয়ার জন্য নিজেকে ভাগ্যবতী মনে করছি। ধন্যবাদ প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়াকে। এখন আমার একমাত্র লক্ষ্য অভিনয়শৈলী দিয়ে দর্শকের মন জয় করা।’
অন্যদিকে, শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘অনেকদিন ধরেই নতুন নায়িকা খুঁজছিলাম। আমার লক্ষ্য দর্শকদের সম্পূর্ণ নতুন মুখ দিয়ে চমকে দেয়া। আশা করি, ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতে ভালোই করবে রাহা।’
রাহাকে প্রসংশায় ভাসান পরিচালক উত্তম আকাশও। তিনি বলেন, ‘রাহা দারুণ সম্ভাবনাময়। আমার ধারণা যদি ভুল না হয় তাহলে এটুকু অন্তত বলতে পারি ঢাকাই সিনেমায় আলোচিত জুটি হিসেবে আবির্ভাব হতে যাচ্ছে রাহা-শাকিব জুটির।’
এর আগে বেশ কিছু নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন রাহা তানহা খান। তবে তিনি কিন্তু অপরিচিত নন। বেশ আলোচিত। বিশেষ করে মাস কয়েক আগে ঘটে যাওয়া আলোচিত বনানী ধর্ষণ কাণ্ড যাদের জানা আছে তাদের কাছে রাহা নামটি বেশ পরিচিত। হোটেল রেইনট্রির ওই ধর্ষণের ঘটনার অন্যতম আসামি নাঈম আশরাফের সঙ্গে একটি সেলফি তোলার সুবাদে অনেকে ধারণা করেছিলেন রাহা তানহা ওই ধর্ষিত দুই তরুণীর একজন। পরে অবশ্য প্রমাণসহ নায়িকা নিজেই পরিস্কার করেন যে, তিনি ধর্ষিতদের একজন নন এবং নাঈম আশরাফের সঙ্গেও তার তেমন কোনো সম্পর্ক নেই।