ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | এবার ভারত সীমান্তে চীনা সামরিক হেলিকপ্টার নিয়ে মহড়া দিল পাক সেনাবাহিনী

এবার ভারত সীমান্তে চীনা সামরিক হেলিকপ্টার নিয়ে মহড়া দিল পাক সেনাবাহিনী

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের সঙ্গে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান ও চীনের সম্পর্ক। আর তারই জের ধরে এবার ভারত সীমান্তে চীনা সামরিক হেলিকপ্টার নিয়ে মহড়া দিল পাক সেনাবাহিনী।

ট্যাঙ্ক, আর্মার্ড কার ও সেই সঙ্গে চীনা WZ-10 Thunderbolt হেলিকপ্টার নিয়ে এই মহড়া চলে।

চীনা WZ-10 Thunderbolt সরাসরি প্রদর্শন করে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যাধুনিক এই সামরিক হেলিকপ্টার তারা চীনা কাছ থেকে পেয়েছে। এই চীনা সামরিক হেলিকপ্টার আসলে অ্যাটাকিং হেলিকপ্টার। যেকোন ঝটিকা আক্রমণ এই হেলিকপ্টার দিয়ে চালানো সম্ভব। বিশেষ করে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার মতো জায়গায়। প্রতিপক্ষের চেক পোস্টে হামলাসহ গোপন কমান্ডো অপারেশন সবকিছুই এই হেলিকপ্টার দিয়ে চালানো যায়।

তবে চীনা এই সামরিক হেলিকপ্টার মার্কিন অ্যাপাচির মতো ক্ষিপ্র কি না তা এখনও বুঝা যাচ্ছে না। অন্যদিকে, পাকিস্তান সেনাবাহিনীর এই কার্যক্রমকে গুরুত্বের সাথেই দেখছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...