স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা পান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে দেখা গেল সাকিবের নাম।
২০১৭ সালে ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টির পারফরম্যান্স বিবেচনায় এই একাদশ নির্বাচন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এ বছর ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ২৯ ম্যাচ খেলে ৪৪৭ রান করেছেন সাকিব। বল হাতে ঝুলিতে পুরেছেন ৩৭ উইকেট। সেরা বোলিং ১৬ রানে ৫ উইকেট।
বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ
ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস গেইল, এভিন লুইস, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, লুক রনকি (উইকেটকিপার), সাকিব আল হাসান, সুনীল নারিন, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও রশিদ খান।