ব্রেকিং নিউজ
Home | খেলাধূলা | এবারের বিপিএলে কে কোন দল পেয়েছে

এবারের বিপিএলে কে কোন দল পেয়েছে

স্পোর্টস ডেস্ক : আগামী ২ নভেম্বর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। এই আসরকে সামনে রেখে আজ শনিবার হয়ে গেছে আসরটির প্লেয়ার্স ড্রাফট। এবারের বিপিএলে কে কোন দল পেয়েছে একনজরে তুলে ধরা হলো :

ঢাকা ডায়নামাইটস
স্থানীয় : সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মেহেদী মারুফ, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুর আলম সাদ্দাম।
বিদেশি : কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহিদ আফ্রিদি, আমির, শাহিনশাহ আফ্রিদি, কেভিন লুইস, কেভন কুপার, রেনসফোর্ড বেটন, সুনিল নারাইন, কাইরন পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, গ্রায়েম ক্রেমার, জো ডেনলি, আকিল হোসেন।

রংপুর রাইডার্স
স্থানীয় : মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ মিঠুন, সোহাগ গাজী, রুবেল হোসেন, শাহরিয়ার নাফীস, নাজমুল ইসলাম অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আবদুর রাজ্জাক, এবাদত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম।
বিদেশি : রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, ক্রেস গেইল, স্যাম হেইন, সামিউল্লাহ শেনওয়ারি, জহির খান।

চিটাগং ভাইকিংস
স্থানীয় : সৌম্য সরকার, তাসকিন আহমেদ, এনামুল হক, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম, আল আমিন জুনিয়র, আলাউদ্দিন বাবু, তানবীর হায়দার , ইরফান শুক্কুর, নাঈম হাসান, ইয়াসির আরাফাত।
বিদেশি : লুক রনকি, লিয়াম ডসন, জিবন মেন্ডিস, সিকান্দার রাজা, জার্মেইন ব্ল্যাকউড, দিলশান মুনাবিরা, মিসবাহ-উল-হক, নাজিবুল্লাহ জাদরান, লুইস রিস।

কুমিল্লা ভিক্টোরিয়ানস
স্থানীয় : তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালী, মেহেদি হাসান, মেহেদী হাসান রানা, এনামুল হক, রকিবুল হাসান।
বিদেশি : মার্লন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, হাসান আলি, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, শোয়েব মালিক, মোহাম্মদ নবি, রশিদ খান, অ্যাঞ্জলো ম্যাথিউস, কলিন মানরো, ফখর জামান, সলোমান মীর, রুম্মান রাইস।

খুলনা টাইটানস
স্থানীয় : মাহমুদউল্লাহ, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, ইমরান আলী, মুক্তার আলী, ধীমান ঘোষ, সাইফ হাসান।
বিদেশি : জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, সিকুগে প্রসন্ন, বেনি হাওয়েল, ডাভিড মালান, রাইলি রুশো, কাইল অ্যাবট, ক্রিস লিন, কার্লোস ব্র্যাথওয়েট, চ্যাডউইক ওয়ালটন, শিহান জয়াসুরিয়া, জফরা আর্চার।

রাজশাহী কিংস
স্থানীয় : মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, নিহাদ-উজ-জামান, রনি তালুকদার, হোসেন আলী, নাঈম ইসলাম জুনিয়র, কাজী অনিক।
বিদেশি : লুক রাইট, কেসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, ম্যালকম ওয়ালার, সামিট প্যাটেল, মোহাম্মদ সামি, জেমস ফ্র্যাঙ্কলিন, ওসামা মীর, রাজা আলী দার।

সিলেট সিক্সার্স
স্থানীয় : সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, নুরুল হাসান, আবুল হাসান, শুভাগত হোম চৌধুরী, কামরুল ইসলাম রাব্বি, নাবিল সামাদ, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন, শরিফউল্লাহ।
বিদেশি : দাসুন শানাকা, ভানিদু হাসারাঙ্গা, লিয়াম প্লানকেট, রস হুইটলি, উসমান খান শেনওয়ারি, বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, ক্রিসমার সান্টকি, আন্দ্রে ম্যাকার্থি, ডেভি জ্যাকবস, রিচার্ড লেভি, চতুরঙ্গা ডি সিলভা, গোলাম মুদাসসির খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

চীনে কমেছে শিশু জন্মহার

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের জনসংখ্যা বৃদ্ধির হার গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ...

করোনায় ১০ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত‌্যু হয়েছে। এ ...