ব্রেকিং নিউজ
Home | খেলাধূলা | এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার অপেক্ষায় পাপন প্যানেল

এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার অপেক্ষায় পাপন প্যানেল

স্পোর্টস ডেস্ক : ২০১৩ সালের বিসিবি নির্বাচন থেকে শেষমেশ সরে দাঁড়িয়েছিলেন সাবের হোসেন চৌধুরী। নাজমুল হাসান পাপনের প্রভাব এবং ধুরন্ধর রাজনীতির সঙ্গে সেবার পেরে উঠেননি তিনি। সাবের চৌধরী নির্বাচন না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির প্রেসিডেন্ট নির্বাচিত হন পাপন। চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় বিসিবির নির্বাচনেও পাপন এবং তার প্যানেলের সামনে পুরোপুরি ফাঁকা মাঠ। এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার অপেক্ষায় পাপন প্যানেল। এবারও নির্বাচন করছেন না সাবের, দুই দিন আগেই বলে দিয়েছেন সংবাদ সম্মেলন করে।

নির্বাচন করেও লাভ নেই সাবেরের, সেটা তিনি ভালো করেই জানেন। কারণ ভোট ব্যাঙ্ক যে পাপনের দখলে। বিসিবি নির্বাচনে মোট ভোটার ১৭৫ জন। এর মধ্যে ১৩৫ জনই পাপনপন্থী। সাবেরের পক্ষে আছেন ৩৫ জনের মতো। এরাই সোমবার অনুষ্ঠিত বিসিবি এজিএমে অংশ নেননি। মানে সাবেরসহ ৩৫ জন নির্বাচন বয়কট করবেন।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে যোগ্য ও সফল বিসিবি প্রধান মনে করা হয়ে থাকে সাবের হোসেন চৌধুরীকে। তার অসাধারণ নেতৃত্বে ও চৌকস দূতিয়ালীতে উপযুক্ত সময়ের আগেই টেস্ট স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ। ক্রিকেটের উন্নতির জন্য কীনা করেছিলেন তিনি!

বোর্ড প্রেসিডেন্ট হিসেবে নাজমুল হাসান পাপনও অযোগ্য নন। তার সময়েই বিসিবি আর্থিক, অন্যান্য দিক দিয়ে সত্যিকারের একটি বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিসিবি এখন বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড। যার মূলধন বর্তমান প্রায় ৭০০ কোটি টাকার উপরে। বছরে আয় প্রায় ১৫০ কোটি টাকার কাছাকাছি। ক্রিকেট বিশ্বেও বিসিবি এখন উল্লেখ করার মতো প্রভাবশালী বোর্ডে পরিণত হয়েছে। মাঠের পারফরম্যান্সই সবচেয়ে বড় কৃতিত্বের দাবিদার। তবে প্রশাসনিক ক্ষেত্রেও অনেক সাফল্য আছে বিগত বছরগুলোতে। তবে এর শুরুটা করে দিয়েছিলেন সাবের হোসেন চৌধুরীই।

সাবের, পাপন দুজনই সরকার দলীয় সংসদ সদস্য। তবে সাবের নন, সরকারের পুরো সমর্থন পাচ্ছেন নাজমুল হাসান পাপন। আর এখানেই যতো শক্তির উৎস পাপনের। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় পছন্দের কাউন্সিলর বসানোর কাজ তো আগের নির্বাচনেই সেরে নিয়েছিলেন। এবার তো নিজের পথ আরো মসৃণ করে নিয়েছেন বিচক্ষণ পাপন।

কথা হচ্ছে তিনি কি এবার নির্বাচন করবেন? ইতিপূর্বে বেশ কয়েকবারই ব্যস্ততার কথা বলে পূণরায় বিসিবিতে না আসার কথা জানিয়েছিলেন পাপন। তবে ভেতরের খবর হলো, ওটা স্রেফ কথার কথা। পূণরায় বিসিবির হট চেয়ার দখলের জন্য মুখিয়ে আছেন সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে।

পাপন কি নির্বাচন করবেন? এমন প্রশ্ন করা হয়েছিল বিসিবির বর্তমান প্রভাবশালী এক পরিচালক ও নাজমুল হাসান পাপনের ঘনিষ্ঠজনকে। প্রশ্নটা শুনে তিনি শুধু্‌ হাসলেন। এই হাসির মানেটা পরিস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

চীনে কমেছে শিশু জন্মহার

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের জনসংখ্যা বৃদ্ধির হার গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ...

করোনায় ১০ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত‌্যু হয়েছে। এ ...