ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | এক বছরের রেকর্ড ছাড়িয়েছে আড়াই মাসের সহিংসতা

এক বছরের রেকর্ড ছাড়িয়েছে আড়াই মাসের সহিংসতা

স্টাফ রিপোর্টার, ১৫ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : দিন দিন বেড়েই চলছে দেশের রাজনৈতিক সহিংসতা। বাড়ছে প্রাণহানি। ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এসব সহিংসতার মূলে রয়েছে দেশের বড় দুই রাজনৈতিক দলের ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক চরিত্র। এমনটাই মনে করেন বিশ্লেষকরা৷

গত বছর বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা এবং সংঘাত সংঘর্ষে নিহত হয়েছেন ১৬৯ জন৷ আহত হয়েছেন ১৭ হাজার ১৬১ জন৷ সংঘাতের ঘটনা ঘটেছে ছোট-বড়, স্থানীয়-জাতীয়, অভ্যন্তরীণ অথবা দুই বড় দলের মধ্যে কম বেশি এক হাজার৷ চলতি বছরের প্রথম আড়াই মাসেই নিহত হয়েছেন ১২০ জন৷ ২৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত নিহত হয়েছেন ৯৮ জন৷ মানবাধিকার সংগঠন অধিকারের হিসেব থেকে এ তথ্য জানা গেছে৷
কিন্তু বিশ্লেষকরা ২৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত সহিংসতাকে প্রচলিত রাজনৈতিক সহিংসতার মানদণ্ডে বিচার করতে চান না৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান মনে করেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর যে সহিংসতা তা পরিকল্পিত৷ সেখানে মূলত জামায়াত-শিবির মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে সরাসরি পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে৷ তারাও যেমন এর শিকার হয়েছেন, তেমনি পুলিশ এবং সাধারণ মানুষও এর শিকার হয়েছেন৷ তবে পুলিশ হয়তো আরো একটু কৌশলী হতে পারত৷
মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্রের পরিচালক নূর খান বলেন, এই সংঘাতে সবচেয়ে নেতিবাচক রাজনীতির প্রকাশ ঘটেছে৷ চাঁদে সাঈদীর ছবি দেখা গেছে- আধুনিক যুগেও এমন গুজব ছড়িয়ে সংঘাত বাধান হয়েছে৷ আর ব্যবহার করা হয়েছে ধর্মকে৷ যা প্রমাণ করছে রাজনৈতিক গোষ্ঠী তাদের স্বার্থে ধর্মকে এখনো যথেচ্ছ ব্যবহার করে৷
তারা বলেন, প্রচলিত রাজনৈতিক সংঘাত অনেকটা ক্ষমতাকেন্দ্রিক৷ বাংলাদেশের রাজনীতির যা চরিত্র, তাতে সরকারের শেষ দিকে রাজনৈতিক সংঘাত বাড়ে৷ বিরোধীদল চায় সরকারকে দুর্বল করতে৷ আর সরকার চায় বিরোধীদলের আন্দোলন দমন করতে৷ ফলে সংঘাত অনিবার্য হয়৷
অধ্যাপক হাফিজুর রহমান মনে করেন, এতে দেশের যেমন ক্ষতি হয়, সাধারণ মানুষও পড়েন বিপাকে৷ তাই সরকার ও বিরোধী দল উভয়কে দায়িত্বশীলতার পরিচয় দেয়া উচিত৷ বিরোধীদলের উচিত সরকারকে তার মেয়াদ পূরণ করতে দেয়া৷ আর সরকারেরও উচিত ক্ষমতা কুক্ষিগত করার কোন চেষ্টা বা ইঙ্গিত না দেয়া৷ নূর খান বলেন, রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন৷ প্রয়োজন বিরোধী মতকে সম্মান দেয়া৷ তা না হলে সংঘাত থামান কঠিন৷
x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...