বিনোদন ডেস্ক : সাড়া জাগানো ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন। সম্প্রতি এক জরিপে এক দশকের মধ্যে আইকনিক ব্রিটিশ বিউটি হিসেবে তার নাম নির্বাচিত হয়েছেন।
২৩ বছর বয়সী এ অভিনেত্রী হ্যারি পটারে জাদুকরীর ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বিউটি ব্র্যান্ড এসটি মরিজ পরিচালিত জরিপে তিনি আইকনিক ব্রিটিশ বিউটি খেতাব জয় করেন।
এসটি মরিজের কর্মকর্তা ডন ম্যাকডেইড বলেন, ‘এমা একজন নিখুঁত ব্রিটিশ বিউটি আইকন। তার মধ্যে আছে বিশুদ্ধ ব্রিটিশ চেহারা, তিনি ক্ল্যাসিক এবং ত্রুটিহীন।’
এক দশকের ব্রিটিশ বিউটি আইকনের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন অ্যাথলেট জেসিকা এনিস। এর পরের অবস্থানে রয়েছেন মিচেল কিগ্যান। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।