Home | ফটো সংবাদ | এক গানে তিন কণ্ঠের যাদুকর

এক গানে তিন কণ্ঠের যাদুকর

বিনোদন ডেস্ক:  এই সময়ের শ্রোতারা অরিজিৎ সিং, রুপম ইসলাম, অনুপম রায় এই তিনজনের গানেই সমান ভাবে মুগ্ধ। এবার এই তিন কণ্ঠের যাদুকরকে পাওয়া যাবে এক গানে। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘ইয়েতি অভিযান’এ গাইতে চলেছেন তারা।

শোনা যাচ্ছে এই ছবির টাইটেল ট্র্যাকটি গাইবেন এনারা। তবে গানটি কবে মুক্তি পাচ্ছে তা এখন জানা যায়নি।

কাকাবাবু সিরিজের তৃতীয় পর্ব ‘ইয়েতি অভিযান’ নিয়ে শিগগিরই হাজির হবেন পরিচালক সৃজিত মুখার্জি। টানটান রহস্যে ভরা থাকবে ছবিটিতে।

সুইজারল্যান্ডে শুটিংয়ের মধ্য দিয়ে শেষ শেষ হয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ইয়েতি অভিযান-এর শুটিং।

সম্প্রতি শুটিং শেষে দেশে ফিরেছেন বিদ্যা সিনহা মিম। ছবিতে ‘চিত্রাঙ্গদা বর্মা’ নামের একটি চরিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী।

দেশে ফিরে মিম বলেন, ‘সুইজারল্যান্ডে ছয় দিন শুটিং হয়েছে। ঈদের আগের দিন শেষ হয়েছে কাজ।’

ইয়েতি অভিযান ছবিটি সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজের ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ অবলম্বনে তৈরি। কলকাতার ভেঙ্কটেশ ফিল্মের সঙ্গে ছবিটির যৌথ প্রযোজনায় আছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া।

ইয়েতি অভিযান-এর শুটিং শুরু হয় ১২ মে। এতে বাংলাদেশ থেকে অভিনয় করছেন ফেরদৌস ও বিদ্যা সিনহা মিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বেরোবিতে সাত বছরেও শেষ হয় না স্নাতক

স্টাফ রিপোর্টার :  ভয়াবহ সেশনজটের কবলে ক্যাম্পাস জীবন যেন শেষ হচ্ছে না ...

শেরপুরের শ্রীবরদীতে যৌতুকের দাবিতে স্ত্রী খুন

জাহিদুল হক মনির, শেরপুর || শেরপুরের শ্রীবরদীতে যৌতুকের দাবিতে পাষন্ড স্বামীর হাতে ...