ব্রেকিং নিউজ
Home | বিনোদন | ঢালিউড | এক কোটি ভিউয়ের মাইল ফলক শাকিবের ‘ঈদ মোবারক’ গানটি

এক কোটি ভিউয়ের মাইল ফলক শাকিবের ‘ঈদ মোবারক’ গানটি

বিনোদন ডেস্ক :  শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘পাসওয়ার্ড’ মুক্তি পেয়েছিল গেল রোজার ঈদে। ছবিটি এখনও চলছে দেশের কোনো কোনো সিনেমা হলে। ‘পাসওয়ার্ড’ ব্যবসাসফল। অভিনয়ের পাশাপাশি ছবিটিতে প্রযোজক হিসেবে লগ্নি করায় ব্যবসার সিংহভাগ টাকা ঢুকেছে শাকিবের পকেটে। তাই নায়ক ও প্রযোজক- দুই ক্ষেত্রেই সফল তিনি।

সম্প্রতি নতুন খুশির খবর দিলেন শাকিব খান। এক কোটি ভিউয়ের মাইল ফলক ছুঁয়ে ফেলেছে তার ‘পাসওয়ার্ড’ ছবির ‘ঈদ মোবারক’ গানটি। যেটি গত ৩১ মে নায়কের নিজস্ব ইউটিউব চ্যানেল বঙ্গবিডিতে প্রকাশ করা হয়েছিল। রবিবার ৩৬ দিনে গানটির ভিউ হয় এক কোটি।

‘ঈদ মোবারক’-এর এমন সাফল্যে দারুণ উচ্ছ্বসিত খুশি শাকিব খান উচ্ছ্বাস প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে এক স্ট্যাটাসে নায়ক লিখেন, ‘এতো অল্প সময়ে এতো ভালোবাসা সত্যিই অমূল্য। মাত্র ৩৬ দিনে এক কোটি মানুষের ভালোবাসা পেয়েছে ‘পাসওয়ার্ড’ সিনেমার ‘ঈদ মোবারক’ গানটি।’

শাকিবের ‘ঈদ মোবারক’ গানটির কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। সুর ও সংগীত করেছেন আকাশ সেন। কণ্ঠও দিয়েছেন তিনি। গানটির বিভিন্ন দৃশ্যে শাকিব খানকে ছাড়াও দেখা যায় তার নায়িকা শবনম বুবলী ও ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক ইমনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মন্ত্রিসভায় বৈষম্যবিরোধী আইনের খসড়ার অনুমোদন

স্টাফ রিপোর্টার: মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে বৈষম্যবিরোধী আইন, ২০২২-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত ...

পার্বত্য অঞ্চল হবে সম্পদ শান্তিতে সমৃদ্ধ: পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়টি বেশ জটিল, তবে ...