মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী
একুশ মানে এক সাগর রক্ত
একুশ মানে পাকিস্তানি হায়নার তা-ব
একুশ মানে ভাষার সংগ্রাম
একুশ মানে বাংলা বর্ণমালার যুদ্ধ
একুশ মানে হিং¯্র গোষ্ঠীর আতঙ্ক
একুশ মানে ভাষার অধিকার
একুশ মানে ছাত্রজনতার বজ্রকণ্ঠ
একুশ মানে রক্তাক্ত বর্ণমালা
একুশ মানে খোকা থেকে বঙ্গবন্ধু
একুশ মানে স্বাধীনতার বাতিঘর
একুশ মানে মুক্তিযুদ্ধের প্রেরণা
একুশ মানে বাঙালি জাতীয়তাবাদ
একুশ মানে বাঙালির প্রতিচ্ছবি
একুশ মানে বাঙালির অহংকার
একুশ মানে বায়ান্নের চেতনা
একুশ মানে ফাগুনের বসন্তী রং
একুশ মানে বাঙালি জাতিসত্তা
একুশ মানে মুজিব থেকে জাতির পিতা
একুশ মানে লালসবুজের বাংলাদেশ
একুশ মানে মাতৃভাষার বিশ্বায়ন।