বিনোদন ডেস্ক: একুশে টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান “মনের মত গান” অনুষ্ঠানে আজ সঙ্গীত পরিবেশন করবেন বিশিষ্ট কণ্ঠশিল্পী মেসবাহ আহমেদ। গুরু ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী এর প্রতি সম্মান জানিয়ে নিয়াজ মোহাম্মদ চৌধুরী এর জনপ্রিয় অনেকগুলো গান পরিবেশন করবেন গজল শিল্পী মেসবাহ আহমেদ।
মেসবাহ আহমেদ বলেন, আমি জানি ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গান তার মত করে গাওয়া আমার পক্ষে কখনোই সম্ভব নয় তবু ও উনার গান পরিবেশন করাটা গুরুর প্রতি শিষ্য হিসেবে আমার আবেগি প্রয়াস মাত্র।
ইসরাফিল শাহীনের প্রযোজনায় একুশে টেলিভিশনে আজ রাত দশটায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।