ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | একদিন পর সূচকের সঙ্গে কমলো লেনদেন

একদিন পর সূচকের সঙ্গে কমলো লেনদেন

স্টাফ রিপোর্টার, ৫ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে। দ্বিতীয় বৃহত্তম বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

এদিন ডিএসইতে ১৫৮টি প্রতিষ্ঠানের দাম ও ডিএসইএক্স সূচক কমেছে ১০ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ২০২ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

গত কার্যদিবসের ধারাবাহিকতায় মঙ্গলবারও লেনদেনের শুরুতে সূচক বাড়ে। যা প্রথম ১৫ মিনিট অব্যাহত ছিল। এরপর সূচকে ওঠানামা শুরু হয়। বেলা পৌনে ১১টায় ডিএসইএক্স সূচক ৫৬ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৫০ পয়েন্টে, দুপুর সোয়া ১২টায় ৪ পয়েন্ট কমে ৩ হাজার ৮৮৯ পয়েন্টে স্থির হয়।

দিন শেষে ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে ৩ হাজার ৮৮৪ পয়েন্টে নেমে আসে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়)ডিএসইর শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় ওঠানামা করে- পূবালী ব্যাংক, গোল্ডেন হার্ভেস্ট, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, ইউনাইটেড এয়ারওয়েজ, প্রিমিয়ার সিমেন্ট, ইউসিবিএল, এনবিএল, বেক্সিমকো লিমিটেড, আর্গন ডেনিমস ও ইউনিক হোটেল।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার সিএসইর সাধারণ সূচক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করে ৭ হাজার ৭০২ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দাম।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে মোট ২৯ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...