বজলুর রহমান, দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে একই দিনে যুবদলের দুই গ্রুপের সমাবেশকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। আগামী ১৪ ই সেপ্টেম্বর শনিবার উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিবদমান মিলন-মিজান গ্রুপ আলাদা সমাবেশ ডেকেছে। সমাবেশকে ঘিরে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে এ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে দুই বলয়ের পক্ষ থেকেই পোষ্টারিং লিফলেট বিতরণ করা হয়েছে। তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বর্তমানে চাপা-উত্তেজনা বিরাজ করছে। দলীয় সুত্র জানিয়েছে, খোদ মূল দলের নেতাকর্মীরা বিশদভাবে যুবদলের সমাবেশ পর্যবেক্ষণ করছেন। এদিকে কোন পক্ষই এখনো প্রশাসনের অনুমতি পায়নি বলে বিশ্বস্ত সুত্রে জানা যায়। উক্ত সমাবেশকে ঘিরে বড় ধরণের অনাকাংখিত ঘটনার সুত্রপাত হতে পারে এমন আশঙ্কা জনমনে রয়েছে। তবে যুবদলের দু’বলয়ের নেতাকর্মীরা বলেছেন, তারা শান্তিপূর্ণভাবেই বিভক্ত সমাবেশ সফল করবেন। ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধরী বলয়ের দোয়ারাবাজার উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি জাকির হোসেন বিডিটুডে২৪ ডটকমকে জানান, পূর্ব ঘোষিত যুবদলের অভিষেক অনুষ্ঠান শান্তিপূর্ন ভাবেই সফল করা হবে। অন্যদিকে সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলয়ের দোয়ারাবাজার উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক আলহাজ্ব আব্দুল বারী বলেন, আমাদের পূর্ব ঘোষিত যুবদলের সমাবেশ কে বাঁনচাল করার উদ্দেশ্যে অপর গ্রুপ রাতারাতি অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। প্রশাসনের অনুমতি না পেলে উপজেলা সদরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণাও দেন তিনি। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, যুবদলের সমাবেশের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা আসেনি। তবে শান্তি শৃংখলা বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান বিডিটুডে ২৪ডটকমকে জানান আইনশৃংখলার অবনতি হ্ওয়ার আশংকায় কোন গ্রুপকেই অনুমতি প্রদান করা হয়নি।