Home | ফটো সংবাদ | এই ঈদে সজলের ৪০টি নাটক প্রচারিত হবে

এই ঈদে সজলের ৪০টি নাটক প্রচারিত হবে

sajal momoবিনোদন ডেস্ক : গত কয়েক বছরের মতো এবারের ঈদেও সর্বাধিক নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল। ঈদ উপলক্ষে তার ৪০টি নাটক প্রচারিত হবে বলে তিনি জানিয়েছেন। বিটিভিসহ প্রতিটি চ্যানেলেই তার অভিনীত নাটক প্রচারিত হবে। এবারের ঈদের প্রথম দিনই সজলের ৯টি নাটক-টেলিছবি প্রচারিত হবে। এর মধ্যে ৩টি নাটক পরিচালনা করেছেন ফেরদৌস হাসান রানা। নাটক ৩টি হচ্ছে ‘প্রমিলা ক্রিকেট কোচিং’, ‘প্রেম অথবা যুদ্ধ’ ও ‘সৌরভ।’ নাটক ৩টি যথাক্রমে আরটিভি, এসএটিভি এবং এনটিভিতে প্রচারিত হবে। এর মধ্যে প্রথম দুটিতে তার বিপরীতে অভিনয় করেছেন সুমাইয়া শিমু। তৃতীয়টিতে রয়েছেন বিন্দু। একই দিন আরটিভিতে সজলের ‘ডিজিটাল চোর’ নাটকটিও প্রচারিত হবে। এটি পরিচালনা করেছেন শহীদুন্নবী। নুজহাত আলভী আহমেদ পরিচালিত ‘স্বপ্নতরী’ শিরোনামের ৭ পর্বের ধারাবাহিক নাটকটিও ঈদের প্রথম দিন থেকে আরটিভিতে প্রচার শুরু হবে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা। রশীদ আনাম পরিচালিত ‘গরু অথবা গুরু’ প্রচার হবে একুশে টিভিতে। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন মেহজাবিন। এ ছাড়া এশিয়ান টিভিতে শাহীন কবির টুটুলের ‘বিয়ের ফুল’, একুশে টিভিতে ওয়ালিদ হাসানের ‘প্রেম মানে ভালোবাসা’ এবং বিটিভিতে প্রচার হবে মোহন খানের একটি নাটক। এই ৩টি নাটকেই সজলের বিপরীতে রয়েছেন বিন্দু। এ ছাড়া সজল অভিনীত অন্যান্য কাজের মধ্যে রয়েছে ‘আইসক্রিম ও অনুভূতির গল্প’, ‘অদ্ভুতুড়ে প্রেম’সহ প্রায় ৩০টি নাটক। যেগুলো ঈদের পরের ৬দিন বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। এ প্রসঙ্গে সজল  বললেন,’আমি ধারাবাহিকে খুব কম অভিনয় করি। সারাবছরই খন্ড নাটক নিয়ে ব্যস্ত থাকি। এসব নাটকের অধিকাংশই ঈদে প্রচার হয়ে থাকে। আর সে কারণেই ঈদে আমার নাটকের সংখ্যাটা একটু বেশি থাকে। আশা করি,আমার অভিনীত প্রতিটি নাটকই দর্শকরা পছন্দ করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

এবার চিকিৎসায় ‘বিপ্লব’ আনতে চাইছে চীন

ইন্টারন্যাশনাল ডেস্ক : এবার চিকিৎসা খাতে জোর পদক্ষেপ নিতে চাইছে চীন। বিজ্ঞান ...

জি এম কাদের জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান

স্টাফ রির্পোটার :  দলের চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের নাম ...