Home | শেয়ার বাজার | ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শুরু

ঊর্ধ্বমুখী সূচক নিয়ে লেনদেন শুরু

ঢাকা, ১৭ ডিসেম্বর, বিডিটুডে ২৪ডটকম : সপ্তাহে লেনদেনের প্রথম দিন প্রথম আধ ঘণ্টায় সূচক বেড়েছে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক বাড়তে থাকে। বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ১২৯ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ৪১ পয়েন্ট বেশি।

আধ ঘণ্টায় হাতবদল হয় প্রায় ২০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১২৬টির শেয়ারের, কমে ১৩টির এবং অপরিবর্তিত ছিল ৮টির দাম।

গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে দশমিক ৫৫ শতাংশ বা প্রায় ২২ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ১৯২ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৭ শতাংশ কম।

এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ৩ দশমিক ৪৩ শতাংশ বা প্রায় ১৪৪ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২৩০ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ২.৭৩ শতাংশ বেশি।

x

Check Also

পাঁচ দিনের মাথায় ডিএসইর লেনদেন অর্ধেকে

স্টাফ রিপোর্টার :  মাত্র পাঁচ দিনের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক ...

ছয় কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

স্টাফ রিপোর্টার :  পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েল, বিডি অটোকার, সেন্ট্রাল ফার্মা, বিএসআরএম ...