মোঃ আব্দুর রহিম, উলিপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি : শ্রেণী কক্ষের অভাবে উলিপুর উপজেলার বজরা সবুজ বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঠদান দারুন ভাবে ব্যাহত হচ্ছে। প্রয়োজনের তুলনায় মাধ্যমিক এ বিদ্যালয়টিতে শ্রেণীকক্ষ না থাকায় দীর্ঘদিন থেকে এ সংকট বিরাজ করছে। বর্তমান এ বিদ্যালয়টিতে প্রায় ৩শত শিক্ষার্থী রয়েছে, এর মধ্যে পাঠদানের জন্য শ্রেণী কক্ষ রয়েছে মাত্র ৭টি। অপর দিকে একটি কক্ষকে দুভাগে বিভক্ত করে মধ্যে পাটিশন দিয়ে কোন রকমে প্রধান শিক্ষক, অফিস সহকারী ও অন্য শিক্ষকরা গাদাগাদি ভাবে পাঠদানের ফাঁকে বসে অবসর সময় অতিবাহিত করছেন। এ বিদ্যালয়টিতে শিক্ষক, অফিস সহকারী ও শিক্ষার্থীদের জন্য শাখা শ্রেণী কক্ষসহ মোট ১৪টি শ্রেণী ও অফিস কক্ষের প্রয়োজন থাকায় বিদ্যালয় কর্তপক্ষ সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে শ্রেণী কক্ষ বাড়ানো ও উন্নয়নের দাবী করে আসছেন, কিন্ত সংশ্লিষ্ট কর্তপক্ষের এ ব্যাপারে কোন সুদৃষ্টিপাত নেই বলে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মফিদুর রহমান আমিন জানান। বিদ্যালয়ের সুত্র আরও জানায় ১৯৯৬ সালে ফ্যাসিলিটিস বিভাগ থেকে ৮কক্ষ নকর্শা বিশিষ্ট একটি দ্বিতল ভবনের মধ্যে মাত্র ৩ কক্ষ বিশিষ্ট ভবন নির্মান করেন। ফ্যাসিলিটিস বিভাগের নকর্শা অনুযেই নির্মানাধীন এই ভবনের নিচতলার বাকী একটি কক্ষসহ দ্বিতীয় তলার ৫টি কক্ষ নির্মান করা হলে এ বিদ্যালয়ের শ্রেণী কক্ষের অভাব অনেকটা লাঘব এব বলে অনেকেই মনে করেন ।