স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ সরকার একের পর এক উন্নয়ন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশি-বিদেশি ষড়ষন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকেলে গণভবনে বরিশাল জেলা, বরিশাল মহানগর, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, নীলফামারী, পিরোজপুর, বগুড়া, গোপালগঞ্জ, হবিগঞ্জ আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘আমাদের উন্নয়ন অনেকেরই ভালো লাগে না। দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। কারণ, গরিবের ঘরে সম্পদ থাকলে অনেকেরই নজর পড়ে।’
শেখ হাসিনা বলেন, ‘বিএনপি সব সময়ই আমাদের বিরুদ্ধে কাজ করছে। খুনিদের ও জঙ্গিবাদকে মদদ দেয়া, বোমা হামলা করা বিএনপি-জামায়াতের কাজ।’
প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘২১ আগস্ট আমাকে হত্যা করতে বিরোধীদলীয় নেতা চেষ্টা করেছিলেন। তদন্তে বেরিয়ে এসেছে তার ছেলে ও কেবিনেটের মন্ত্রীরা এর সাথে জড়িত। আমরা তার ছেলের পাচার করা অর্থ দেশে ফিরিয়ে এনেছি। তাই তারা আমাদের পেছনে লেগে থাকবেই।’
বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত ইসলামের নামে রাজনীতি করে। ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দেয়।’
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ ধর্মকে নিয়ে ব্যবসা করে না। ইসলামের প্রকৃত সেবা আওয়ামী লীগই করে।’
এ সময় আওয়ামী লীগে নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকি, কাজী জাফর উল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রমুখ।