ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যদিয়ে দিন পার

উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যদিয়ে দিন পার

জুবের সরদার দিগন্ত, দিরাই প্রতিনিধি, ১ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : সুনামগঞ্জের দিরাইয়ে তৌহিদী জনতার মিছিল হবে-এমন উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে পার করেছে একটি দিন। গতকাল (শুক্রবার) দেশব্যাপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তৌহিদী জনতার ব্যানারে বাদ জুমআ মিছিল হওয়ার খবর চতুর্দিকে ছড়িয়ে পড়লে আইন-শৃঙ্খলা বাহিনীও তৎপর থাকে। তবে শেষ পর্যন্ত উল্লেখযোগ্য কোন মিছিল না হওয়ায় স্বস্তির নি:শ্বাস ফেলে দিরাইবাসি। খোঁজ নিয়ে জানা যায়, দিরাই বাজারের ভেতরে বাংলাদেশ জামায়াতে ইসলামি বাদ জুমআ একটি মিছিল করেছে। আইন-শৃঙ্খলা রাকারী বাহিনীর অবস্থান ছিল এ সময় থানা পয়েন্টে। কিছুণ পর পুলিশ থানা কম্পাউন্টে প্রবেশ করে গেইটে তালা লাগিয়ে দেয়। দিরাই উপজেলা জামায়াতের আমীর ডাঃ নজরুল ইসলাম জানান, আমরা বাজারের ভেতরে মিছিল করেছি, তবে ব্রিজের উত্তরপার্শ্বে আসিনি। এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক জানান, দিরাইয়ে উল্লেখযোগ্য কোন মিছিল হয়নি, তবে জামায়াত বাজারের ভেতরে মিছিল করেছে বলে জেনেছি।
এদিকে একটি মোটর সাইকেল মিছিল বের হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পৌরশহরে। পরে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার রায়বাঙ্গালী গ্রামের একজন লন্ডন প্রবাসী বাড়িতে আসায় মোটর সাইকেল মহড়ার মাধ্যমে তাকে গ্রামে নিয়ে যাওয়া হয়।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...