ইন্টারন্যাশনাল ডেস্ক : আজ থেকে চীনের শিয়ামেনে শুরু হয়েছে পাঁচ দেশের শীর্ষ সম্মেলন ব্রিক্স। যার উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে সম্প্রতি উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষায় ছায়া নিঃসন্দেহেই পড়েছে ব্রিকসের আসরে।
গতকাল চাপের মুখে পড়ে কড়া ভাষায় হাইড্রোজেন বোমা পরীক্ষার নিন্দা করেছিল বেজিং। যদিও চীনের পরিবেশ মন্ত্রণালয় দাবি করেছে, ওই বিস্ফোরণের জেরে তেমন কোনও তেজস্ক্রিয় বিকিরণ তাদের যন্ত্রে ধরা পড়েনি।
গত মে মাসে বৈশ্বিক বাণিজ্য এবং পরিকাঠামো উন্নয়ন নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন ডেকেছিলেন চীনা প্রেসিডেন্ট। সেই সময়েও পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং। তাই ব্রিক্সের কথা মাথায় রেখে ওই হাইড্রোজেন বোমা পরীক্ষা কি না, ওঠতে পারে সেই প্রশ্নও।
আন্তর্জাতিক কূটনীতিকদের একাংশ বলেন, অনেকটা প্ররোচনার মতো করেই চীনের উপর পরোক্ষে চাপ বাড়িয়ে চলেছে পিয়ংইয়ং।