উজিরপুর প্রতিনিধি ঃ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের এক বর্ধিত সভা গতকাল শুক্রবার সকাল ১০টায় সাতলা বাজার প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। আঃ মালেক মাষ্টারের সভাপতিত্বে ও রুহুল আমিন বালীর সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আঃ খালেক আজাদ, ১৪দল মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান ইকবাল, ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আকবর হোসেন ফারুক, সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস সরদার, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ আনোয়ার বালী, সাধারণ সম্পাদক আসাদ হাওলাদার, আব্দুর রাজ্জাক মাষ্টার, সেকেন্দার বালী, হুমায়ুন বিশ্বাস, মোঃ ওমর ফারুক, আবুল কালাম হাওলাদার ও সাতলা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ শহিদুল ইসলাম প্রমূখ। বক্তারা সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভার মাধ্যমে আগামী ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Home | সারা দেশ | উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত