অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : মেধাবী কলেজ ছাত্র আল-আমিনের উপর হামলা ও হত্যার উদ্দেশ্যে তার বাম হাত শরীর থেকে বিচ্ছন্ন করা এবং তার বিরুদ্ধে মিথ্যা অপহরণের মামলা করার প্রতিবাদে গতকাল বুধবার সকাল ১০টায় ঢাকা বরিশাল মহাসড়কের ইচলাদী বাসষ্টানে এক ঘন্টা ব্যাপী মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে । মানব বন্ধনে শিক্ষক, ছাত্র, পেশাজিবী সহ সহস্রাধীক নারী পুরুষ অংশ নেয়। মানব বন্ধন কর্মসূচি পালন কালে আল-আমিনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানোর প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবীতে বক্তব্য দেন কালাম হাওলাদার, বাবুল হাওলাদার, মকবুল সিকদার, মোবারক হোসেন (কালু) ইউপি সদস্য, ফিরোজ আলম, মোস্তফা মোল¬া, আনোয়ারা বেগম, জাকিয়া বেগম, কলেজ ছাত্র মামুন, লিয়ন, জসিম প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঢাকা-বরিশাল মহাসড়ক প্রায় আধাঘন্টা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। এসময় মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে উজিরপুর থানা পুলিশ ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই হুমায়ুন বিক্ষোভ কারীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। উল্লে¬খ্য, গত ৩১ আগস্ট সকালে কলেজ ছাত্র আল-আমিনকে বামরাইল ইউনিয়নের মোড়াকাঠী গ্রামের চিহ্নিত সন্ত্রাসী মাসুদ রাঢ়ী, রাজিব মৃধা, শিকারপুর বন্দর থেকে মোটরসাইকেলে একটি অনুষ্ঠানে ভিডিও করার কথা বলে মোড়াকাঠী গ্রামের একটি মসজিদের সামনে নিয়ে প্রকাশ্য দিবালোকে তাদের সহযোগী মামুন রাঢ়ী, শামীম রাঢ়ী, টুলু সরদার মিলে ওই এলাকার ইউপি সদস্য ও সন্ত্রাসীদের গডফাদার জিয়া আমিন রাঢ়ীর নেতৃত্বে উপর্যুপরিভাবে আল-আমিনকে কুপিয়ে বামহাত বিচ্ছিন্ন করে ফেলে। তাদের কোপে আল-আমিন নিহত হয়েছে ভেবে তাকে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন আল-আমিনকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা বেগতির দেখে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। আল-আমিন বর্তমানে মূমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছে।
Home | সারা দেশ | উজিরপুরে মেধাবী কলেজ ছাত্রের উপর হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত