কল্যান কুমার চন্দ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুরের ধামসরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক সংঘর্ষে প্রতিপরে হামলায় জয়নাল মৃধা (৪০) ও তার স্ত্রী রেক্সনা বেগম (৩৫) গুরুতর আহত হয়েছে। মুমূর্ষ অবস্থায় তাদের উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা গতকাল মঙ্গলবার সকাল ৬ টায় ধামসর গ্রামের মৃধা বাড়ীতে ঘটেছে।
আহত ও প্রত্যদর্শীদের সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৬ টায় ধামসর গ্রামের মৃধা বাড়ীতে মৃত আ: লতিফ মৃধার ছেলে জয়নাল মৃধা ও তার স্ত্রী রেক্সনা বেগম ঘুম থেকে উঠে বাহিরে বের হলে প্রতিপ মৃত সেকেন্দার মৃধার ছেলে জালাল মৃধা ও নজরুল মৃধা সহ তাদের স্ত্রী মুক্তা বেগম ও মারুফা বেগম পূর্ব পরিকল্পিতভাবে জয়নাল ও রেক্সনার উপর অর্তকৃত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি কুপিয়ে তাদের মাথা, কপাল ও পিট কেটে ফেলে। এতে তারা মৃত প্রায় হয়ে পরলে স্থানীয়রা দ্রুত তাদের উজিরপুর হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে সরেজমিনে দেখানোর জন্য উজিরপুর থানায় নিয়ে যায়। এ ঘটনায় উজিরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য যে, উভয় পরে মধ্যে দীর্ঘ দিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।