ক্রীড়া ডেস্ক : বাঁচা-মরার লড়াই ছিলো ম্যাচটি। হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে। তবে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে উড়িয়ে দিয়ে সব শংকা দূর করল সাকিব আল হাসানের দল। এই জয়ে লিটন-সৌম্য-রিয়াদের ব্যাটিংয়ের যেমন অবদান, তেমনি অবদান সাকিবের অল-রাউন্ড নৈপূণ্যের। ব্যাট হাতে ঝড়ো ৪২ রানের পর বল হাতে ৫ উইকেট নেন সাকিব। দুর্দান্ত টিম পারফর্মেন্সে উইন্ডিজকে ৩৬ রানে হারিয়ে সিরিজ ১-১ করে ফেলল বাংলাদেশ।
শনিবার মিরপুরে তৃতীয় ওয়ানডে হবে সিরিজ নির্ধারণী।