অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ার বিএনপি নেতাসহ ৩জন ইয়াবাসহ গ্রেফতার হয়েছে পুলিশের হাতে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের বিএনপি নেতা ও বিগত ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল ফয়েজ রেজা, মিলন হাওলাদার, মাইনুল নিজামীকে রোববার রাতে আগৈলঝাড়া উপজেলার সীমান্তবর্তী শুয়াগ্রাম থেকে ৭ পিস ইয়াবাসহ এসআই মিজান গ্রেফতার করেছে। পরে এসআই মিজান বাদী হয়ে গতকাল সোমবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করেছেন, নং- ১৫ (১৬-১০-২০১৭)। গতকাল দুপুরে তাদের গোপালগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।