স্টাফ রিপোর্টার : প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল। রবিবার বিকাল চারটার দিকে তিন সদস্যের প্রতিনিধি দল ইসিতে যাবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তারা খুলনা সিটি করপোরেশন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে কথা বলবেন বলেন জানান তিনি।
আগামী মঙ্গলবার খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে পাঁচজন অংশ নিলেও মূলত মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীর মধ্যে। নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন তালুকদার আব্দুল খালেক। অন্যদিকে বিএনপি থেকে ধানের শীষের টিকিট পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু।