স্টাফ রিপোর্টার : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও এক্সপ্রেস মানির যৌথ উদ্যোগে দুই জন রেমিট্যান্স গ্রাহককে লটারির মাধ্যমে ডিপ ফ্রিজ প্রদান করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান ২১ সেপ্টেম্বর ২০১৩, শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে লটারি বিজয়ী ব্যাংকের জিনজিরা শাখার গ্রাহক মোহাম্মদ মাসুদ ও মিরপুর শাখার গ্রাহক তাসলিমা আক্তারের হাতে ডিপ ফ্রিজ তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহবুব-উল-আলম, এক্সপ্রেস মানি-এর কান্ট্রি ম্যানেজার শামীম ইফতেখার, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. কামাল উদ্দিন জসিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মিরপুর শাখার ব্যবস্থাপক শহীদুল হক খন্দকার, ব্যাংকের ওভারসীজ ব্যাংকিং ডিভিশনের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ গোলাম রব্বানী, জিনজিরা শাখার ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম, ফরেন রেমিটেন্স সার্ভিসেস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট শহীদুল হক আকন্দ ও মাহবুব মোর্শেদ উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংক ও এক্সপ্রেস মানি-এর যৌথ মার্কেটিং ক্যাম্পেইন এর আওতায় ১৫ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর ২০১৩ এর মধ্যে এক্সপ্রেস মানির মাধ্যমে বিশ্বের যে কোন দেশ থেকে প্রেরিত রেমিটেন্স ইসলামী ব্যাংকের যে কোন শাখা থেকে নগদে গ্রহণ করলেই যে কেউ জিতে নিতে পারেন প্রতিদিন একটি ব্র্যান্ড নিউ ডিপ ফ্রিজ।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান এসময় বলেন, ইসলামী ব্যাংক সর্ববৃহৎ নেটওয়ার্কের মাধ্যমে স্বল্প সময়ে বিদেশ থেকে রেমিটেন্স আনয়নে সহযোগিতা করছে। এর ফলে প্রবাসীরা ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে সাচ্ছন্দ বোধ করেন। ইসলামী ব্যাংক ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রেরণে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে সচেনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কল্যাণধর্মী কাজের মাধ্যমে ইসলামী ব্যাংক দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যে ভূমিকা পালন করছে তাতে প্রবাসী ও তাদের বেনিফিশিয়ারিদের অংশীদারিত্ব রয়েছে। তিনি বলেন, প্রবাসীদের জন্য নতুন নতুন প্রোডাক্ট সৃষ্টি এবং নিরাপদে ও স্বাচ্ছন্দে দেশে অর্থ প্রেরণ নিশ্চিত করতে সেবার মান আরো বৃদ্ধি করতে ইসলামী ব্যাংক নিরন্তর কাজ করে যাচ্ছে। বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণের ক্ষেত্রে সচেতনতা সৃষ্টিতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।