মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ প্রতিনিধি : নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আগামি সোমবার রাজপথে অবস্থান কর্মসূচি পালন করা হবে। অনলাইন ভিত্তিক ইলিয়াস মুক্তি সাইবার আন্দোলন সিলেটের উদ্যোগে ওইদিন বিকেল ৩টায় সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুর পয়েন্টে এ কর্মসূচি পালিত হবে। এতে ইলিয়াস ভক্ত সকল নেতাকর্মীসহ সর্বস্তরের জনতাকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন ইলিয়াস মুক্তি সাইবার আন্দোলন কমিটির নেতৃবৃন্দ।