ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | ইরান কুর্দিস্তান সীমান্তের তিনটি ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়েছে

ইরান কুর্দিস্তান সীমান্তের তিনটি ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক :  আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের সঙ্গে ইরানের ক্রসিং পয়েন্টগুলো বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে। ইরাকের আহ্বানে সাড়া দিয়ে ইরান এ পদক্ষেপ নিয়েছে বলে মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ মাহজুব জানিয়েছেন।

তিনি এক বিবৃতিতে বলেছেন, কুর্দিস্তানের ক্রসিং পয়েন্ট ও বিমান বন্দরগুলোর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অংশ হিসেবে ইরানের সহযোগিতা চেয়েছিল ইরাক। ইরান ওই আহ্বানে সাড়া দিয়েছে।

আহমাদ মাহজুব আরও বলেছেন, ইরাকের ভৌগলিক অখণ্ডতা ও জাতীয় ঐক্য নিশ্চিত করা হচ্ছে। সম্প্রতি কুর্দিস্তানের কর্মকর্তারা ইরাক থেকে ওই এলাকাকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে গণভোটের আয়োজন করেছিলেন। এরপরই ইরাকের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কুর্দিস্তানের ক্রসিং পয়েন্ট ও বিমান বন্দরগুলোর নিয়ন্ত্রণ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

বিভিন্ন গণমাধ্যমের খবরেও বলা হয়েছে, ইরান আনুষ্ঠানিকভাবে কুর্দিস্তান সীমান্তের তিনটি ক্রসিং পয়েন্ট বন্ধ করে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...