ব্রেকিং নিউজ
Home | খেলাধূলা | ইমরান তাহিরকে রাখা হয়নি দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে

ইমরান তাহিরকে রাখা হয়নি দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে

স্পোর্টস ডেস্ক :  বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে জায়গা পেয়েছেন নতুন দুই মুখ রবি ফ্রাইলিনক এবং উইয়ান মুলডার। ইনজুরির কারণে রাখ হয়নি ওয়েন পারনেলকে। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন মুলডার।

এদিকে স্পেশালিষ্ট স্পিনার ইমরান তাহিরকে রাখা হয়নি টি-টোয়েন্টি দলে। তাকে বিশ্রামে রেখে দলভুক্ত করা হয়েছে তাবরাইজ শামসি আর অ্যারন ফ্যাঙ্গিসোকে। ইমরান তাহির ছাড়াও বিশ্রাম দেয়া হয়েছে কাগিসো রাবাদাকে। টি-টোয়েন্টি দলকেও নেতৃত্ব দেবেন ফাফ ডু প্লেসিস।

প্রসঙ্গত, ২৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। ২৯ অক্টোবর দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে সফর শেষ করবে মাশরাফি-সাকিবরা।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল:

ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা, ফারহান বেহারদিয়েন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, রবি ফ্রাইলিনক, বুরান হেনড্রিকস, ডেভিড মিলার, ম্যানগালিসো মোইসে, ড্যান প্যাটারসন, অ্যারন ফ্যাঙ্গিসো, আন্দিয়েল ফেলুকাওয়ে এবং তাবরাইজ শামসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

চীনে কমেছে শিশু জন্মহার

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের জনসংখ্যা বৃদ্ধির হার গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ...

করোনায় ১০ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত‌্যু হয়েছে। এ ...