Home | ব্রেকিং নিউজ | ইবির অত্যাধুনিক ওয়েব সাইট উদ্বোধন

ইবির অত্যাধুনিক ওয়েব সাইট উদ্বোধন

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অত্যাধুনিক ওয়েব সাইট উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের দ্বিতীয় তলায় আইসিটি সেন্টারে এ ওয়েব সাইট উদ্ভাবন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।
জানা যায়, অনুষ্ঠানে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী উপস্থিত ছিলেন। এছাড়াও উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়েব সাইট অত্যাধুনিকীরণে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারকে সহযোগিতা করে সিনটেক সলিউশন লিমিটেড। ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো: জসিম উদ্দিন সার্বিক তত্ত্বাবধানে প্রোগ্রাম সহকারী হিসেবে কাজ করেছেন মেহেদী হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে নিজ বাসা ...

ঠাকুরগাও-৩ : আ’লীগে-৭ বিএনপিতে-৫ একক জাপা ওয়ার্কাস, স্বতন্ত্র ২

মোঃ আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাও) : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকায় ...