Home | খেলাধূলা | ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ ফুটবল দল

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ ফুটবল দল

ক্রীড়া ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও দেশটির অন্যতম শহর পালেমব্যাং এ চলছে এশিয়ান গেমস। এশিয়ার সবচেয়ে বড় এ ক্রীড়া প্রতিযোগিতা শুরুর দুই সপ্তাহ আগে আয়োজক দেশটির জনপ্রিয় পর্যটন দ্বীপ লমবক’কে আঘাত করেছিল শক্তিশালী ভূমিকম্প। ২৯ জুলাই সকালের ৬.৪ মাত্রার সেই ভূমিকম্পে দ্বীপটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশপাশি অনেক মানুষ হতাহত হয়েছেন।

ওই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে এশিয়ান গেমসে অংশ নিতে জাকার্তায় অবস্থান করা বাংলাদেশ ফুটবল দল। মঙ্গলবার উজবেকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ। ওই ম্যাচ ফি’র পুরো অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দান করেছে বাংলাদেশ দল।

জাকার্তা থেকে ফুটবল দলের সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি জাগো নিউজকে জানিয়েছেন, ‘আমরা অ্যালিয়েন নামের যে হোটেলে অবস্থান করছি তার পাশেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া একটি সংস্থা আছে। তাদের কাছেই বিকেলে আমরা ম্যাচ ফি’র অর্থ তুলে দিয়েছি।’

এ সময় ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু, কোচ জেমি ডে, সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি এবং দলের সব খেলোয়াড় উপস্থিত ছিলেন।

গেমস ফুটবলে বাংলাদেশ মঙ্গলবার প্রথম ম্যাচে ৩-০ গোলে হেরেছে উজবেস্তিানের কাছে। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে লাল-সবুজ জার্সিধারীরা। গ্রুপের অন্য প্রতিপক্ষ কাতার। শেষ ম্যাচটি ২৯ আগস্ট।

 

[প্রিয় পাঠকপাঠিকা আপনিও বিডিটুডে ২৪ ডট কম এর অংশ হয়ে উঠুন।  নিজের অভিজ্ঞতা শেয়ার করুন প্রকাশ করুন নিজের প্রতিভা আপনিও হতে পারেন লেখক অথবা মুক্ত সাংবাদিক সমকালীন ঘটনা, সমাজের নানান সমস্যাজীবনজাপনে সঙ্গতীঅসঙ্গতীসহ লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ঘরোয়া টিপসবিভিন্ন  বিষয়ে বস্তনিষ্ঠ   অপনার  যৌক্তিক মতামত  সর্বোচ্চ ১০০০ শব্দের মধ্যে গুছিয়ে লিখে আপনার নিজের ছবি এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ (যদি থাকে)  মেইল করুন  bdtoday24@gmail.com- ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বুড়িগঙ্গা তীরে ৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডেস্ক রির্পোট : বুড়িগঙ্গা তীরে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ৬১টি অবৈধ স্থাপনা ...

বিয়ের আগে মোবাইল নয়, থানায় গণধর্ষিতার উপড়ানো হলো নখ

কলকাতা প্রতিনিধি : গুজরাতের বানাসকান্থার দান্তিওয়াড়ায় কোনও অবিবাহিত কন্যা মোবাইল ফোন ব্যবহার ...