
কথায় আছে যা কিছু রটে তার কিছুটা হলেও বটে!রোমান মডেল ইউলিয়া বলিউডে এসেছেন খুব বেশি দিন হয়নি। বলিউডে এসেই সাল্লুর সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। দুজনে এক সঙ্গে অনেক বার দেখা গেছে। শুধু তাই নয়
সালমানের বাড়িতেও ইউলিয়া ঢু মেরে এসেছেন। ব্যাপারটা নিয়ে শুধু গুঞ্জনকারীরা ভাবছেন তা নয়। সালমানের পরিবারের সদস্যরাও সালমানের সঙ্গে ইউলিয়ার সম্পর্ক কি তা জানতে উদগ্রীব।
ইউলিয়া ভান্তুরকে নিয়ে এতোদিন সাল্লু মিডিয়ার কাছে কিছুই প্রকাশ করেননি। এবার আর হয়তো তার তর সয়নি।কেননা, সালমান নিজেও ভেবে দেখেছেন ব্যাপারটা। তাদের দুজনকে ঘিরে রস কথা বুঝি সালমানের কানেও গেছে। ইন্ডিয়ান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সালমানের কাছে ইউলিয়ার কথা জানতে চাইলে ঐ সাংবাদিককে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে জানতে চান ইউলিয়া কে?তাকে নিয়ে এত কথা উঠছে কেন?
শোনা যাচ্ছে ইউলিয়া বিবাহিতা।স্বামী সংসার নিয়ে ভালোই আছেন তিনি। সালমানের সঙ্গে তার নাকি স্রেফ বন্ধুত্বের সম্পর্ক। এদিকে সালমানের ব্যাপারে ইউলিয়া এখনো কিছু খোলাসা করেননি।