স্টাফ রিপোর্টার : জনসমর্থিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মেনে নিজেদের অধীনে আওয়ামী লীগ যে চক্রান্তের নির্বাচন করতে চাচ্ছে তাতে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে পেশাজীবীদের ভূমিকা’- শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ষষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষে ‘জাতীয়তাবাদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
রফিকুল ইসলাম মিয়া আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কারণ, ক্ষমতাসীনরা যেভাবে শেয়ারবাজার, হলমার্ক ও পদ্মা সেতুতে দুর্নীতি করেছে, তাতে আবারো ক্ষমতায় আসলে এ ধরনের দুর্নীতির মাধ্যমে দেশকে ধ্বংস করে দেবে তারা।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মরণ করিয়ে তিনি বলেন, ‘বিএনপি ২০০৬ সালে সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চাইলে আপনি তখন বলেছিলেন, তার গায়ে বিএনপির গন্ধ আছে।’
প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে রফিকুল ইসলাম বলেন, ‘এবার আপনি তো আপনার অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে চাচ্ছেন, তাহলে আপনার গায়ে কি আওয়ামী লীগের গন্ধ নেই?’
নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বর্তমান সরকার এমনি এমনি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেবে না। তাই রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়কের দাবি মানতে সরকারকে বাধ্য করতে হবে।’
জাতীয়তাবাদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়শনের সভাপতি ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম স্বপন প্রমুখ।