স্পোর্টস ডেস্ক : আয়াল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে আট উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই জয়ের ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকলো নাজমুল হোসেন শান্তরা। কারণ, এর আগে একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।
মঙ্গলবার কক্সবাজার শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড ‘এ’ দল। ব্যাটিংয়ে নেমে ৩৫.৪ ওভারে ১০৩ রান করে অলআউট হয়ে যায় তারা।
আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন অধিনায়ক অ্যান্ডি বলবার্নি। বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে শুভাশিস রায় ১টি, আবু হায়দার রনি ৩টি, সানজামুল ইসলাম ২টি, আবুল হাসান ১টি, তানভীর হায়দার ২টি ও আল-আমিন ১টি করে উইকেট নেন।
পরে বাংলাদেশ এ দল ব্যাট করতে নেমে ২৩ ওভারে দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া সাদমান ইসলাম ২৪, এনামুল হক ২০ ও আল-আমিন ১৪ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর
ফল: আট উইকেটে জয়ী বাংলাদেশ ‘এ’ দল।
আয়ারল্যান্ড ‘এ’ ইনিংস: ১০৩ (৩৫.৪ ওভার)
(জেমস শ্যানন ৪, স্টুয়ার্ট পয়েন্টার ৫, অ্যান্ডি বলবার্নি ৫২, শন টেরি ০, সিমি সিং ৭, লরকান টাকার ৬, স্টুয়ার্ট থম্পমন ১, শেন গেটকেট ২৩, অ্যান্ডি ম্যাকব্রাইন ০, জর্জ ডকরেল ০*, পিটার চেজ ১; শুভাশিস রায় ১/১৪, আবু হায়দার রনি ৩/২৯, সানজামুল ইসলাম ২/২৩, আবুল হাসান ১/১২, তানভীর হায়দার ২/১৪, আল-আমিন ১/৯)।
বাংলাদেশ ‘এ’ ইনিংস: ১০৬/২ (২৩ ওভার)
(সাদমান ইসলাম ২৪, এনামুল হক ২০, নাজমুল হোসেন শান্ত ৪১*, আল-আমিন ১৪*; পিটার চেজ ১/৩২, অ্যান্ডি ম্যাকব্রাইন ০/২২, জর্জ ডকরেল ১/২৩, সিমি সিং ০/২৪, স্টুয়ার্ট থম্পসন ০/৪)।